প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় মাদক ব্যবসায়ী মুন্নাফের বাড়ী হতে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ– গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা এবং সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার দিক-নির্দেশনায় এসআই সানোয়ারুল ইসলাম সঙ্গীয় এএসআই জিয়াউর রহমান একাধিক মাদক মামলার আসামী মুন্নাফ মিয়ার বাড়ি হতে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ৩ জুলাই বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামী মোন্নাফ মিয়া (৩১) এর বসতবাড়ীতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য বস্তাতে উঠাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোন্নাফ মিয়া ফেন্সিডিলের বস্তা ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৮৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী মুন্নাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন