প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নড়াইলে হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার আটক ১জন

নড়াইলে হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার আটক ১জন
নড়াইলের কালিয়ায় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে নড়াগাতী থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজী সহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্কের এক পর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে। ঘটনাটি ওইদিন সন্ধ্যা নাগাত জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা এক পর্যায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো.দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে।পরে নড়াগাতী থানা পুলিশের নিকট সোপর্দ করে। দুলু কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ধৃষ্টতার নিন্দা জানিয়ে কটুক্তিকারি অনিমেষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন,‘এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, ঘটনাটি শুনেছি।স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন