প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা হলেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলা সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার’ উপদেষ্টা হলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল। রোববার (১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়ে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল-এঁর সাথে ‘জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার’ সভাপতি মোঃ রুহুল আমিন বাবু- সাংগঠনিক সম্পাদক মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী এর সৌজন্য সাক্ষাৎ হয়। চেয়ারম্যান মহাদয় উপদেষ্টার পরিচয় ফরম গ্রহণ ও পূরণ করেন। এ সময় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘ইতিমধ্যে সংগঠনটি দীর্ঘ চার বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে, ব্যাপক সুনাম অর্জন করে চলেছে। তাদের ভালো কাজে গুলোতে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো কিছু করবে দোয়া রইলো এই সংগঠনের পরিবারের প্রতি, এগিয়ে যাক সাংবাদিকদের এ সংগঠন।’ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বাবু বলেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামলকে পেয়ে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সকল কার্যকরী সদস্যবৃন্দ আনন্দিত। এতে করে লালমনিরহাট জেলার সাংবাদিক সুসংগঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি। জাতির বিবেক যদি না জাগে মা কেমনে সকাল হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন