প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁদার জন্য বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ

মোঃ আফতাবুল আলম,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির নাম মাসুদ রানা সরকার। তিনি নগরীর রেলগেট গোরহাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দীন সরকারের ছেলে। সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, আমাদের পৈত্রিক জায়গায় বাসার কাজ করার সময় স্থানীয় রাজু খান, রাজা খান ও তাজুল ইসলাম বাধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিস্ত্রী ও শ্রমিকের সাথে মারমুখী আচরণ এবং আমাদের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চাঁদা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না বলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) আমি বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান মাসুদ রানা সরকার। সংবাদ সম্মেলনে আফরোজা বেগম, সাইফুল ইসলাম, নার্গিস মাসুদ, কবির উদ্দিন সরকার নিপুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল হুমায়ুন কবির বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন