প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে ।
বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশে বালু ভরাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলে বজ্রপাত রোধক তালগাছ মেরে ফেলছে দুর্বৃত্ত চক্ররা । সরেজমিনে দেখা গেছে, উপজেলার খুলনা-চালনা মহাসড়কের চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা এর মাঝামাঝি স্থানে পাকা রাস্তার পাশে বজ্রপাত রোধক তালগাছ মেরে অবৈধ ভাবে বালু ফেলে একেরপর এক তালগাছ নিধনে যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর দুষ্কৃতীরা । গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা সংলগ্ন পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ নষ্ট করে অবৈধ বালু ভরাট করছে । দুর্বৃত্তরা এ কাজের জন্য সাপ্তাহিক ছুটির দিনে বেঁচে নিয়েছে বলে জানা গেছে । কারণ ছুটিরয়দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ সহজে ফাঁকি য়ায় । এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি রাস্তার পাশে লাগানো রোপণ কৃত তালের চারা নিধন যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর সুবিধা বাদী মানুষ । উল্লেখ্য সরকার দেশের মানুষকে বজ্রপাতে মৃত্যুর হার রোগ সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে সরকারি রাস্তার পাশে বজ্রপাত রোধে তালের বীজ বপন করে । সেই বীজ থেকে চারা গজিয়ে তালগাছে পরিণত হয়েছে । বর্তমানে উক্ত সড়কের পাশে বসবাসরত মানুষ তাদের ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ইমারত নির্মাণ করে তালগাছ গুলোকে কেঁটে বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে । এব্যাপারে সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সরকারি পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ যেন, কেঁটে ফেলে বজ্রপাতের ঝুঁকি না বাড়ায় তার জন্য আইনানুগ ব্যাবস্থা গ্ৰহনের । জোর দাবি জানিয়ে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন