প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে কটুক্তি করা বিশ্বজিৎ থানায়

মুন্সিগঞ্জ প্রতিনিধ:  মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি (সা:) কে নিয়ে কটুক্তি করা সেই বিশ্বজিৎকে থানায় আনা হয়েছে তবে ওসি তাকে আটকের কথা অস্বীকার করে এড়িয়ে যায়

সোমবার পয়লা জুলাই সকালে সেই বিশ্বজিৎকে থানায় জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।। পরে একটি রুমে তাকে বন্দী করে রাখা হয় এবং থানার ভিতর থেকে বিশ্বজিতের ছবি তোলা হয় একটি সূত্র জানায় তাকে থানায় আনা হয়েছে তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। বিশ্বজিতের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে ফেসবুক পোস্টে কমেন্ট এবং প্রতি উত্তর লিখেন। যে দেশে নবী মুহাম্মদ জন্ম নিয়েছে সেই দেশ ভালো হবে কিভাবে, শয়তান যেখানে জন্ম নেয় ওই শয়তানের চামচা যারা তারা খারাপ হবে এটাই স্বাভাবিক। রোববার দুপুরে তারই কটুক্তি প্রতিবাদে বিশ্বজিৎ সরকারের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলার মুসলমান মসজিদের ইমাম এবং আলেম-ওলামা গণ বিক্ষোভ মিছিলে তারা বলেন, আমরা মুসলমান ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে বিশ্বজিৎ সরকারের যে কটুক্তির ভাষা ফেসবুকে লিখেছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বজিৎ সরকারের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি বিশ্বজিৎকে আটকের ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শোয়েব আলী বলেন বিশ্বজিৎকে এখনো আটক করা হয়নি থানায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাকে থানায় আনা হয়নি যদি কেউ তথ্য দিয়ে থাকে তার রেফারেন্স দিয়ে লিখেন কিন্তু আমার হাতে তথ্য এইটুকু। থানার ভিতরে থাকা অবস্থায় বিশ্বজিতের ছবি সাংবাদিকদের হাতে আছে বলার পরেও ওসি বলেন এই তথ্য সঠিক নয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন