প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় ৩৪৫ বোতল ফেন্সিডিল সহ ২জন আটক

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ৩শ ৪৫ বোতল ও একটি পাথর বোঝাই ট্রাক সহ দুইজনকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার ভোর রাতে বালাগ্রাম ইউনিয়নের মন্তেরডাঙ্গা মেইন সড়ক হতে ট্রাক সহ তাঁদেরকে আটক করা হয়। আটকৃত ব্যক্তিদ্বয় হলেন লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকার ফারুক হোসেনের ছেলে সোহেল রানা অপরজন ওই এলাকার হোসেন আলীর ছেলে হুমায়ূন কবির জসিম। জলঢাকা থানা সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপার’র নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট স্থাপন করে পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা -জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি টাটা হলুদ রঙের ট্রাক যা রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো -ট ১১-০০৭৪ পাথরের ভিতরে মাদক বহন করার সময় ওই দুইজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১ তারিখ ১ জুলাই ধারা ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৩(গ)/১৪(গ)/৪১ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন