প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীর জলঢাকা থানায় ৩৪৫ তিনশত পয়তাল্লিশ) বোতল ফেনসিডিল সহ ০১টি পাথর বোঝাই ট্রাক জব্দ ও ২ জন আসামী গ্রেফতার

মো: হাফিজুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি : মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানা দিন ৩নং বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্তেরডাঙ্গা বাজারের জিয়া টেলিকম নামক দোকানের সামনে পূর্ব দিকে অনুমান ০৫ গজ দূরে ডালিয়া ডিমলা হইতে জলঢাকা গামি পাকা রাস্তার উপর ইং ৩০/০৬/২০২৪ তারিখ রাত্রি ১১.০৫ ঘটিকায় ধৃতআসামী চালক ১।মোঃ সোহেল রানা @ মিঠু (২৭) পিতা মোঃফারুক হোসেন আসামী ২। মো-হুমায়ুন কবির@জসিম (২৫) পিতা মো-হোসেন আলী উভয় গ্রাম-বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পাশ্বে) উভয় থানা- পাটগ্রাম জেলা লালমনিরহাটদ্বয় একটি পাথর বোঝায় ট্রাক ০২( দুইটি) প্রিন্টের কালো খয়রি ও হালকা গোলাপি রঙের ব্যাগের ভিতর ভিতরে ৩৪৫ (একশত পয়তাল্লিশ ) বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। যাহার রেজিস্ট্রেশন নং রংপুর মেট্রো ট -১১০০৭৪ যাহার মূল্য অনুমান ৩,০০০০০ (তিন লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ০১ তারিখ ০১/০৭/২০২৪ ইং ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন