উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁ শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির স্বেচ্ছাসেবী নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে পারব না। তবে তাদের পণ্য বয়কটের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারব। তাই আজ থেকে আর ইসরায়েলি পণ্য ক্রয় করব না। মানববন্ধনে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী নাকিব আল হাসান বলেন, ইসরায়েলি অপারেশন শুরু হওয়ার পর থেকে গাজায় ৩৫ হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১০ হাজার নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হয়। ইসরায়েলের এমন গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।নওগাঁ ইয়ুথ ক্লাবের সদস্য মো. নাহিদ হাসান বলেন, ইসরাইলে অবৈধ দখলদার জায়নিস্টদের বসতি গড়ার পেছনে ব্রিটেনের হাত ছিল। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে চালানো হচ্ছে গণহত্যা। ইসরাইল তার প্রতিষ্ঠাকাল থেকে প্যালেস্টিনিয়ানদের ওপর যা করে আসছে তা কখনোই ডিফেন্সের মধ্যে পড়ে না। বরং তা নির্মম গণহত্যা। পৃথিবীর মুক্তিকামী মজলুম জনতার পক্ষে, সকল জালেমের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করছি। আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে সকল ইসরাইলি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহারের আহবান জানাচ্ছি। নওগাঁ।