প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে ছুরিকাঘাত ও হাতের রগ কেটে শিক্ষার্থীকে হত্যা

জয়পুরহাটে ছুরিকাঘাত ও হাতের রগ কেটে শিক্ষার্থীকে হত্যা
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৬ অক্টোবর সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম খাজার ছেলে ও সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ছিল। রাত ১০টার দিকে সৌরভের মা ঘরে গিয়ে ছেলেকে দেখতে পাননি। এরপর পরিবারের লোকজন সৌরভের মুঠোফোনে ফোন দিলেো রিসিভ হয়নি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কাঁর সন্ধান মেলেনি। শুক্রবার সকালে সৈারভের বাড়ির পাশে ধান খেত থেকে ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর গ্রামের মিঠু মিয়া বলেন, শুক্রবার সকালে বাড়ির পাশে মাঠে মাছ ধরতে যাই। এসময় ধান খেতে একটি মরদেহ পরে থাকতে দেখি। এরপর গ্রামের মধ্যে ফিরে এলাকাবাসীদের বিষয়টি জানায়। এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌছে সৌরভের মরদেহ শনাক্ত করেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।নিহতের মা সামছুন্নাহার বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাতের খাবার শেষে সৌরভ নিজের ঘরে গিয়ে মোবাইল ফোনে দেখছিল। রাত ১০ টার দিকে ঘরে গিয়ে দেখি ছেলে ঘরে নাই। ছেলের মুঠোফোনে ফোন দিলে রিসিভ হয়না। এরপর গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না মিলেনি। কিন্ত সকালে বাড়ির পাশে ধান খেত থেকে সৌরভের ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমি হত্যাকান্ডের বিচার দাবী করছি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে গভীরভাবে তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন