প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাজা সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৩

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।শিবপুর মডেল থানা রবিবার ৩০ জুন রাতে তেলিয়া এলাকা থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ খন্দকার মোঃ মনির হোসেন পাগলা মনির(৩০) নামের ০১ জন গ্রেফতার করেছে। পলাশ থানা পুলিশ রবিবার ৩০ জুন সকালে ভাগ্যের পাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোঃ হামিদ (২৩) নামের ০১ জন গ্রেফতার করে। অপর একটি অভিযানে রায়পুরা থানা পুলিশ গ্রেফতার পরোয়ানা মূলে-১৮ জন গ্রেফতার করেছে। অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে আরো ২৩ জন গ্রেফতার করে। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট-১৫৮টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।গ্রেফতার ও গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন