প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, নরসিংদী এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম। প্রধান অতিথির উনার বক্তব্যে এপিএ সম্পর্কে বলেন,প্রত্যেক কাজের একটি ফ্রেমওয়ার্ক হিসেবে এটি কাজ করবে এবং লক্ষ্য পূরণে এটি একটি দিক নির্দেশক হিসেবে কাজ করবে। সর্বজনীন পেনশন স্কীমকেও এবছরের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নেওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।এপিএ এর টার্গেট শতভাগ অর্জনে আন্তরিক ও সচেষ্ট হওয়ার জন্য সকল ইউএনও দের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন