মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফার চতুর্থ জানাজার নামাজ রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। প্রিয় নেতা কে শেষবার দেখার জন্য উৎসুক জনতার ঢল নামে রাজশাহী ঈদগাঁ মাঠে ।জানাজা শেষে তাকে চিরবিদায় জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ও দল মত নির্বিশেষে জানাজায় উপস্থিত জনতা। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতাদের মাঝে একটা শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাঁ মরহুমের চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন,বিএনপির উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু,রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত,এ্যাড শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাএদল, কৃষকদল, সহ,বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপস্থিত জনতা জানাজায় অংশ নেন।জানাজা শেষে মরহুমের লাশ হেতমখাঁ কবরস্থানে দাফন করা হয়