প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ইশিবপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমানের মৃত্যুতে সকলের শোক প্রকাশ

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি: রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইশিবপুর ইউনিয়ন বাসির প্রাণের মানুষ জনাব খলিলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওসার হোসেন, সিনিয়র শিক্ষক ইলিয়াস হোসেন, সিনিয়র শিক্ষক বাবু পল্টন বিশ্বাস, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবক বৃন্দ, ও মানবাধিকার মাদারীপুর জেলা কমিটি, এবং ইশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ,সহ ইশিবপুর ইউনিয়ন বাঁশি সহ সকলে শোক প্রকাশ করেছেন ও তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন