প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরে সবুজ ড্রাগ হাউস শুভ উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধ: রাজৈরে সবুজ ড্রাগ হাউজের শুভ উদ্বোধন করলেন, রাজৈর-মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, এ সময় আরো ছিলেন সাবেক রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম শাহিন চৌধুরী, নবনির্বাচিত রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, রাজৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফরিদা হাসান পল্লবী, মাদারীপুর জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, ও আরো রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, শেষে দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন