প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মনোহরদী খিদিরপুর ডিগ্রি কলেজে উৎসবমূখর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

 খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: গতকাল রবিবার ৩০ শে-জুন ২০২৪ খ্রি.নরসিংদীর মনোহরদী খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ১ম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সারাদেশের মতো উপজেলার কোড নং ১৯৩ খিদিরপুর কলেজ কেন্দ্রে মূলকেন্দ্র সহ একটি ভেন্যুতে সকাল ১০ টায় ১ম দিনের পরীক্ষা শুরু হয় এবং সুষ্ঠু ও সুন্দরভাবে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়।পরীক্ষা চলাকালী সময়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খিদিরপুর ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকুজ্জামান সাংবাদিকদের জানান,খিদিরপুর ডিগ্রি কলেজে মূল কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা-৩৫৯ জন,অনুপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা-০৬ জন,খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা-২৮০জন,অনুপস্থিতি পরীক্ষার্থীদের সংখ্যা-০৫ জন।তবে অনুপস্থিত শিক্ষার্থীরা কেন পরীক্ষায় অংশগ্রহণ করেনি এ বিষয়ে আমি পুরোপুরি অবগত নয়।এ সময় তিনি আরো জানান,পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সুপার,সহকারী হল সুপার এবং কক্ষ পরিদর্শকের সমন্বয়ে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং বাকী পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন