প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ক্যান্সার কিডনি রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩০ জুন) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজসেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ২০২৩-২৪ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্তান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর ১ম ও ২য় কিস্তিতে মৃত ব্যক্তির নমিনির মাধ্যমে প্রতিস্থাপিত ১০ জনের মাঝে ৫ লাখ, প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন