প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
পটুয়াখালীর দুমকীতে পৃথক দুটি অভিযানে আব্দুর রহমান ওরফে শুভ মৃধা (২৬)কে এক কেজি গাঁজা এবং আলমগীর মৃধা (৪০)কে ২০ পিচ ও হান্নান হাওলাদার(৩০) কে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৪অক্টোবর) দিবাগত রাত ১০•২৫ টায় দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে এস‌আই শুভ বাড়ৈর পরিচালনায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড়ের খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ হ‌ইতে আব্দুর রহমান ওরফে শুভ মৃধাকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। শুভ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।অপর এক অভিযানে এস‌আই দেলোয়ার হোসেনের পরিচালনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরকারি জনতা কলেজ টু দুমকি সিনিয়র মাদ্রাসা রোডের মনিমুক্তা মঞ্জিল ভবনের সামনের পাকা রাস্তার উপর থেকে আলমগীর সিকদারকে ২০পিচ ও হান্নান হাওলাদারকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।আলমগীর উপজেলার কার্তিক পাশা গ্রামের মৃত রুস্তুম মৃধার ছেলে এবং হান্নান আঠারোগাছিয়া গ্রামের কেরামত আলী হাওলাদারের ছেলে।দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। দুমকি থানায় মামলা নং০২ ও ০৩, তারিখ ৪-১০-২৩ ইং এবং তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন