প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

নওগাঁর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ ও মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের গনেশপুর বিদ্যালয়ের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকল সাড়ে ১০ টায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । র‍্যালী শেষে বিদ্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের এই দিনটি।১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়। তবে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সেরা সম্মান।এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ সিনিয়র সহকারি শিক্ষক মো. ইয়াসিন আলী, মো. আমিনুল ইসলাম (দুদু), সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. রাশেদুল ইসলাম, মো. মোরশেদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. শহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন