প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নাটোরের বাগাতিপাড়ায় ০৮ বছরের শিশু কে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ০৮ বছরের শিশু কে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার।
নাটোরের বাগাতিপাড়ায় ০৮ বছরের শিশু কে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আঃ কুদ্দুস’কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।জানাযায়,গত ২০শে জুন২০০৬ দুপুরে আঃ কুদ্দুস (৩৯) বাগাতিপাড়া উপজেলার খাটখর গ্রামের আট বছরের এক শিশু কে বাদাম খাওয়ানার কথা বলে আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করে পালিয়ে যায়।পরবর্তীতে ওই শিশুর বাবা বাদী হয়ে, বাগাতিপাড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (২) ধারায় মামলা দায়ের করেন।ওইন বিষয়ে, নাটোর জেলায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আসামী আঃ কুদ্দুস (৩৯)কে ওই মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।ওই ঘটনার পর থেকে আঃ কুদ্দুস (৩৯) আত্মগাপন করে পালিয়ে যায়।সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারি বদ্ধি করে।
র‍্যাব বলেন, ৫/১০/২০২৩ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে কাম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সঞ্জয় কুমার সরকার এর নেতৃত্বে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর সার্বিক সহযোগিতায়, নাটোর জেলার বাগাতিপাড়া থানার মামলা নং-১১, ২২/০৬/২০০৬ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(২) এর যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী, বাগাতিপাড়া থানার খাটখৈইর গ্রামের, সাহেব আলীর ছেলে আঃ কুদ্দুস (৩৯), কে গাজীপুরের শ্রীপুর হতে গ্রফতার করত সক্ষম হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন