প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর সাপাহারে ভারায় চালিত মটরসাইকেলে চালক আল আমিন নামে এক যুবকের মৃত্যু

নওগাঁর সাপাহারে ভারায় চালিত মটরসাইকেলে চালক আল আমিন নামে এক যুবকের মৃত্যু!!!
নওগাঁর সাপাহারে ভারায় চালিত মটরসাইকেল নিয়ে রাস্তায় চলতে গিয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর ১২টার দিকে সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পার্শে মর্মান্তি এই দূর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় মৃত্য যুবক সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের রামাশ্রম গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২১)।
জানাগেছে, গত ৫অক্টোবর বিকেলে আল আমিন উপজেলার উমইল গ্রামের আব্দুল মজিদ নামের এক ব্যক্তির নিকট থেকে নজিপুর যাওয়ার কথা বলে ভাড়ায় চালিত একটি পালসার মোটর সাইকেল ৫০০ টাকায় ভাড়া নিয়ে তার গন্তব্যে যায়।পর দিন শুক্রবার সে নজিপুর থেকে সাপাহারের উদ্দ্যেশে রওনা হয়ে দুপুর ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে উক্ত স্থানে পৌছলে বিপোরিত দিক থেকে একটি কাভার্ডভ্যান আল আমিনকে সজোরে ধাক্কা দেয়। এসময় চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে তার মাথা পড়লে সমস্থ মাথা থেতলে মাথার ঘিলু ছিটকে বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় ঘাতক কাভার্ডভ্যানটি সেখান থেকে দ্রুত সটকে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, পরে থানায় নিয়ে নিহতের পরিবারকে সংবাদ দিয়েছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান।লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা রুজু হয়নি বলেও তিনি জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন