প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীতে সিএসএস সংস্থা কর্তীক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার ২৫ শে জুন ২০২৪ ইং মঙ্গলবার নরসিংদীতে সি,এস,এস আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থান নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়। আজ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর ১:৩০ মিনিটে সি,এস,এস আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহাদয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মুন্সী কামরুজ্জামান, সহকারী পরিচালক (এমএফপি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত অঞ্জন দাশ -অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নরসিংদী। বিশেষ অতিথি : মো: সাজ্জাত পারভেজ -সহকারী কমিশনার (সাধারন শাখা)। সভা সঞ্চালনায় দায়িত্ব পালন করেন : জনাব মো: সামচুল আলম – জোনাল ম্যানেজার (সিএসএস -এমএফপি) নরসিংদী জোন। এ ছাড়া উপস্থিত ছিলন : সাইফুল ইসলাম (এ্যাকাউন্টস এন্ড মনিটরিং অফিসার), মো: সফিকুল ইসলাম (রিজিওনাল ম্যানেজার – ভৈরব রিজিওন) , মো: মাহাবুবুল হক ( ব্রাঞ্চ ম্যানেজার, নরসিংদী সদর ১), সভার কার্যসমাপ্তি শেষে প্রধান অতিথির হাত থেকে কৃতি শিক্ষার্থীগন ( স্বর্নালী আক্তার,রুদ্র রায়,তন্নী সাহা, মাসুম) সিএসএস প্রদত্ত এককালীন অনুদান ও সনদ গ্রহন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ উপস্থিতি মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন