প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল সহ আটক-১

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল সহ আটক-১
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল সহ ১জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম সফিজুল ইসলাম (৪০)সে কলারোয়া উপজেলার দামুদরকাটি গ্রামের মোফাজ্জল আলীর ছেলে।ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা জেলার, সাতক্ষীরা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কলারোয়া থানাধীন ব্রজবাকস সাকিনস্থ জনৈক সামছুরের কৃষি জমির দক্ষিন পাশে ব্রজবাকস টু সোনাবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হইতে ৬৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী সফিজুল ইসলাম (৪০),আটক করেন।আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃত আসামির নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানার মামলা নং-০৪, তাং- ০৬/১০/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নি‌ঃ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১ এর একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন