প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় আবার ও রাসেলস্ ভাইপার’র সন্ধান

আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় আবারো রাসেলস্ ভাইপার এর সন্ধান মিললো! কলারোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী গ্ৰাম চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়ায় সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়া হয়। বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়। এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান। রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি রাসেলস ভাইবার সাদৃশ্য সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন। তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাদৃশ্য সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা। উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে কলারোয়া উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাদৃশ্য সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন। ইহা ছাড়া কয়েকমাস পূর্বে এক ই এলাকার যশোর জেলার কায়বা গ্ৰামে ও দেখা মেলে রাসেলস্ ভাইপার সাপের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন