প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বিদ্যুৎ তের লোডশেডিং এর কারনে জনজীবন অতিস্ট্র,

মোঃ মাহাবুব আলম স্টাফ রিপোর্টার কুমিল্লা :জেলার নাঙ্গলকোট উপজেলা বাসী বিদ্যুৎ তের লোডশেডিং এর কারনে জনজীবন একেবারে অতিস্ট্র,, রেশি লোডশেডিং হয় রাতের বেলেয়, রাতে মানুষ ঘর থেকে বাহিরে যাওয়ার কোন সুযোগ থাকে না ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অতিষ্ঠ জনজীবন এখানে দিন রাত ২৪ ঘন্টার মধ্যে ১২/১৪ ঘন্টা লোডশেডিং এর কারনে। বিদ্যুৎ কেন্দ্রে মুঠোফোনে যোগাযোগ করতে গেলে তারা ফোন ধরেনা।এমত অবস্তা মানুষের প্রচুর কষ্ট পাচ্ছে। প্রচন্ড গরমে,, অধিক তাপমাত্রায় শিশুসহ সবাই অনেক দুরভোগের শিকার হচ্ছে। এজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ দেশের কয়লা,তৈলের যদি ঘাটটি থাকে তার সমাধান করে মানুষের এই সমস্যার সমাধান করা।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন