প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটের কদমগাছী থেকে প্রাইভেটকারসহ পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব -৫

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জুন ২০২৪ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন কদমগাছী এলাকায় অপারেশন পরিচালনা করে র‌্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট । র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার ও ২৪ কেজি গাঁজা ফেলে অজ্ঞাতনামা গাড়ি চালক এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামীরা দৌড়ে পালিয়ে যায়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন