প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিকদের ল্যাপটপ প্রদান করলেন রাফিউর রহমান খান ইউসুফজাই সানি

 নিজস্ব প্রতিনিধি, মির্জাপুর টাঙ্গাইল: ২২জুন ২০২৪ শনিবার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখা অফিসে সাংবাদিকদের তথ্য সংরক্ষণ সেই সাথে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখার জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি একটি ল্যাপটপ প্রদান করেন। অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন সভাপতি মোঃ মিজানুর রহমান , সহ সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া,কোষাধ্যক্ষ ফরিদ আল মামুন, কার্যকরী সদস্য এম এ মইন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম আল মামুন, হুমায়ূন তালুকদার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শামীম আল মামুন বলেন, ইউসুফ জাই সানি ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মির্জাপুরবাসীর মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই। স্মার্ট মির্জাপুর গড়ার লক্ষ্যে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি আমাদের রাফিউর রহমান খান ইউসুফ জাই সানি ভাই। সানি ভাই তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।আশা করি আপনারা দেশ ও দেশের মানুষের কথা ভেবে নিরপেক্ষ,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে। সভাপতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার পক্ষ হতে সানি ভাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সাংবাদিকবৃন্দ অনেক আনন্দিত আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার দেয়া উপহারটি আমরা সানন্দে গ্রহণ করছি সেই সাথে আপনার ও আপনার পরিবারের কুশল কামনা করছি। আপনার উদারতা ও মহানুভবতা আমাদের কাজকে আরো গতিশীল করবে, আমরা আরো বেশি অনুপ্রাণিত হবো।দেশে ভালো সাংবাদিক আছে বলেই অন্যায়কারীরা অন্যায় করতে গিয়ে পাঁচবার ভাবে। আমার ক্লাবের সাংবাদিকবৃন্দ যাতে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করতে পারে সেই লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিকতার পাশাপাশি সমাজে সুবিধা বঞ্চিতের কল্যাণে কাজ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্য শেষ হলে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন