প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মূলক কাজ করতে চায় জাকির হোসেন বাবলু

নিজস্ব প্রতিবেদন: আগামী ৩০শে জুন আসন্ন বারকোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ।উক্ত নির্বাচনে ৩নং ব্যালট প্রতীক নিয়ে ভোট প্রার্থী সৎ,যোগ্য,নির্ভীক,আদর্শবান ও তরুন সমাজ সেবক জাকির হোসেন বাবলু।জাকির হোসেন বাবলু,বারকোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৩নং প্রতীক নিয়ে আপনাদের মাঝে দাড়িয়েছেন।বিদ্যালয় এর উন্নয়ন মূলক কাজ করতে ও শিক্ষার মান উন্নয়ন করতে আপনাদের সহযোগিতার ও মুল্যবান ভোট এর জন্য আকুল আবেদন করছেন ।গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন ৯নং কামালেরপাড়া ইউনিয়নের অন্তরভুক্ত বারকোনা উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন