প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী থানায় রুবেল হত্যা মামলায় ৩ জন আসামী গ্রেফতার

মোঃজাহেদ আলী স্টাফ রিপোর্টারঃ পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে, কে.এম আজমিরুজ্জামান অফিসার ইনচার্জ পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৮/০৬/২০২৪ ইং দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন ০৫ নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর মৌজাস্থ বোর্ড বাজার নামক স্থানে ভিকটিম রুবেল মিয়া হত্যা মামলার আসামী ১। মোঃ জামিরুল ইসলাম ওরফে জাম্বু (৪০), পিতা-মোঃ তারা মিয়া, ২। মোঃ রফিকুল ইসলাম ওরফে অফির উদ্দিন (৫২), পিতা-মৃত জয়নাল আবেদীন, ৩। মোঃ আফছার আলী (৫৫), পিতা-মৃত নুরু মিয়া, সর্বসাং-বুজরুক বিষ্ণুপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাগন‘কে পলাশবাড়ী থানার অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে লক্ষ্যে অভিযান অব্যহত আছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন