প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তিস্তা সেতুর মাঝখানে ফাটল আতঙ্কে পথযাত্রীরা

মাটি মামুন রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুরের তিস্তা সেতুতে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে সেতুর দুই স্থানে ফাটল দেখা দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়েছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই স্থানে ফাটল ওঠে গেছে কার্পেটিং। স্থানীয়রা বলছেন লালমনিরহাট বুড়িমাড়ী পাঠগ্রাম থেকে বড় বড় ১০/২০ চাকার পাথর বালু বোঝাই ট্রাক ও বাস চলাচলের কারনে সেতুতে ফাটল ধরেছে, অতি দ্রুত এর সংস্কার করা না হলে যেকোন সময় আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। পথচারীরা জানান, যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, সেতুটি ভেঙ্গে পড়লে রংপুরের সাথে লালমনির যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। এতে ভোগান্তিতে পড়বে প্রায় ২০ লাখ মানুষ। বড় বড় ১০/২০ কার ট্রাক ও বাস চলাচলের কারণে এ ফাটল দেখা দিয়েছে দ্রুত এর সংস্কার দাবি করেন স্থানীয়রা। ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা সেতু পরিদর্শন করেন। ফাটলের দুই পাশে লাল পতাকা দিয়ে চিহ্ন দিয়েছে তারা। তবে এখন পর্যন্ত কোনো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন