প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার তালিকাভুক্ত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

শিল্পী আক্তার রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদক রংপুর নগরীর একটি বালুর পয়েন্টে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে মর্মে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল। তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি’র এসি পরশুরাম (অতিরিক্ত দায়িত্বে মাহিগঞ্জ জোন) মোঃ আল ইমরান হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী থানা, হারাগাছ থানা এবং মাহিগঞ্জ থানার অফিসার ও ফোর্স এর সমন্বয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হারাগাছ থানার অন্তর্ভুক্ত চরচতুরা গ্রামের টাংরীর বাজাবের দক্ষিন পশ্চিম পার্শ্বে একটি বালুর পয়েন্ট হতে ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ২৭নং ওয়ার্ড এর বাবুখাঁ আলমনগর মহল্লার আব্দুস সামাদ এর ছেলে আনাস সামাদ (৩৫), মৃত দেলোয়ার হোসেন এর ছেলে বিপ্লব হোসেন (৩২), মোঃ নাসিম এর ছেলে আশিক (৩২) এবং ২৬নং ওয়ার্ড এর পাটবাড়ী এলাকার শের আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি রেজিঃ বিহীন পুরাতন মোটরসাইকেল, ৫৫ পিস ইয়াবা, ২টি চাপাতি ১টি চাইনিজ কুড়াল, ১টি ৩০ ইঞ্চি লম্বা স্টিল পাইপের তৈরী ক্রিচ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন