প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লায় মনোহগরঞ্জ থানা ছিনতাইকৃত আসামী গ্রেফতার

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মনোহরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে আলোক সজ্জার জন্য বিভিন্ন মেশিনারী জিনিসপত্র ভাড়া দিয়ে ব্যবসা করে। মনোহরগঞ্জ থানার নাওতলা গ্রামে সাউন্ড সিস্টেম ভাড়া দেয়ার বিষয়ে কথা বলে তার দোকানে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়ারা ঈদগা সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছিলে অজ্ঞাতনামা ০৪ জন লোক সিএনজি দিয়ে পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ফয়সাল(১৯) উক্ত ঘটনার অভিযোগ দায়ের করলে মনোহগরঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় ছিনতাই কাজের সাথে জড়িত টিটু হোসেন(২৩), পিতা-মোঃ মাসুদ, সাং-তালতলা, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ, ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধারপূর্বক গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি টিটু হোসেন(২৩) ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত ঘটনায় মনোহগরঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ-১৯/০৬/২০২৪খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন