প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সাধু সংঘে”ঈদ আনন্দ

শুভ সাহা,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধু সংঘে প্রতিবছরের ন্যায় এবারো নানা আয়োজনে ঈদ আনন্দ অনুষ্ঠিত।

বুধবার (১৯ জুন) বিকেল ৪টায় কেন্দ্রীয় সাধুর ধামে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ আনন্দ পালন উপলক্ষে লালন সংগীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হোসাইন রতনের সভাপতিত্বে আনন্দ পাল ও আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সহ-সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি শফিকুর রহমান মোল্লা বিন মতি।

প্রধান আলোচক কালিহাতী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দিপুল।

ওই সময় কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা,রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম।

বিশেষ অতিথি স্থানীয় বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,সাধু সংঘ পাঠাগারের সভাপতি শাহানুর রহমান শাহীন,
বিশিষ্ট সাংবাদিক সাব্বির আহম্মেদ আব্বাসী, আউলিয়াবাদের বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোহাম্মদ আরিফুর ইসলাম,বাগুটিয়াস্থ বিশিষ্ট ব‍্যবসায়ী বেল্লাল হোসেন।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল ও নির্বাহী সভপতি ছোবাহান তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।
আরো উপস্থিত ছিলেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাংবাদিক শুভ্র মজুমদার, সাংবাদিক বিপ্লব সরকার, সাধু সংঘের সাধুগণ, সাধু সংঘ পাঠাগারের সদস‍্যবৃন্দ ও এলাকাবাসী প্রমূখ।

শুভ সাহা
বিশেষ প্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন