সুন্দরগঞ্জের তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত
ওই নারীর শারীরিক গঠন পাড়াহীদের মতো। ভারতের সিকিমে বাঁধ ভেঙ্গে বন্যায় নিখোঁজদের কেউ হতে পারেন ওই নারী বলে ধারণা করা হচ্ছে ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকার তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজমিরুজ্জামান জানান, সন্ধ্যায় তিস্তা নদীর পানিতে অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।অজ্ঞাতনামা ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর।ধারণা করা হচ্ছে, হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হয়তো উজান থেকে লাশটি ভেসে এসেছে। ওই নারীর শারীরিক গঠন পাড়াহীদের মতো। ভারতের সিকিমে বাঁধ ভেঙ্গে বন্যায় নিখোঁজদের কেউ হতে পারেন ওই নারী। তার প্রকৃত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।