প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজবাড়ী জেলা বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১১ টায়, মতবিনিময় সভা নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীরের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন” রাজবাড়ী জেলা ২ আসনের আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলার – ২ আসনে সংসদ সদস্যঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর হাকিম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেনঃ বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এএএম মতিন ফেরদৌস।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিল্লুর হাকিম এমপি ব’লেনঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনা যে ভাবে উন্নয়ন করেছেন।তার তিল পরিমাণ বিগত সরকার করে নাই
এখন প্রত্যেক বাড়ী বাড়ী সরকারী চাকুরীজীবি, বয়স্ক, ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী,ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিডব্লিউবি কার্ড, টিসিবি কার্ড সহ যাবতীয় ভাতা, একমাত্র শেখহাসিনা করে দিয়েছেন।
তিনি উপকার ভোগীদের সাথে মতবিনিময় কালে আর ও ব’লেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন