প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রাজারহাটে গ্ৰামীন আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেরা আহসানুল কবির আদিল

 মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ ৮ জুন/২৪ শনিবার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদে গ্ৰামীন আদালতে ন্যায় বিচার কার্যক্রম পরিচালনা করে সেরা কৃতিত্ব অর্জন করেন তারুণ্যের অহংকার,সৎ, নিষ্ঠাবান সাধারণ মানুষের আস্থাভাজন পরিচ্ছন্ন ব্যাক্তিত্বের অধিকারী জনাব আহসানুল কবির আদিল। সমস্যা যত বড় হোক না কেন তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে সালিশ কার্যক্রম পরিচালনা করেন যার ফলশ্রুতিতে আজকের এই অর্জন। শুধু এখানেই থেমে নেই তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উমরমজিদ ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ভিজিডি, বয়স্ক ভাতা,মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা ভিজিএফ,টি.আর, কাবিখা, কাবিটা,ননওয়েজ, এলজি এসপি সহ বিভিন্ন প্রকল্প সফলতার সাথে শতভাগ বাস্তবায়ন করে আসছেন। এব্যাপারে ৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহসানুল কবির আদিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই কৃতিত্ব আমার নয় আমার ইউনিয়নের সাধারণ জনগণের। আমি যতদিন বেঁচে আছি অতীতের ন্যায় আগামী দিনগুলোতে উমরমজিদ ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের বিপদে আপদে পাশে থাকবো বিশেষ করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নে আমি যেন নিরলস ভাবে কাজ করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন