প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শার্শার বাগআঁচড়ায় মার্সেল শোরুম উদ্বোধন করলেন চিত্র নায়ক আমিন খান

এস এম আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার: যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ী খ্রিষ্টান বাড়ি মোড়ে নাজমা ইলেকট্রনিক্সে শোরুম উদ্বোধন করেন মার্সেল ব্রান্ড এম্বাসিডর আমিন খান। শনিবার (৮জুন) বেলা ১১ টায় এ উপলক্ষে এক বন্যাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শোরুম থেকে বের হয়ে বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বাগআঁচড়া মার্সেল শোরুমের পরিচালক আবু মোজাফার মাসুম ও হাবিবুর রহমান হাবিবের সর্বিক পরিচালনায় দুপুর ৩ টায় ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন চিত্র নায়ক আমিন খান সহ কম্পানির উর্ধ্বতন কর্মকর্তা গণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল কম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার নাজমুল হায়দার,হেড সেলস নুরুল ইসলাম রুবেল,হেড অফ বিজনেস মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, বিশিষ্ট সাংবাদিক আরিফুজ্জামান সহ বিভিন্ন শোরুমের কর্মকর্তা ও কর্মচারী গণ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন