প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোরে জাম গাছে উঠে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে,উপজেলা ক্যাম্পাসের ভিতরে। নিহত শিশুর নাম জয়নাল আবেদীন(১২)।সে তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশু জয়নাল সকালে তার বাপ মায়ের সাথে উপজেলা ক্যাম্পাসের ভেতরে একটি জাম গাছে জাম পাড়তে যান। এসময় জয়নাল জাম গাছে উঠে জাম পাড়তে লাগেন। জাম পাড়তে এডাল থেকে ওডাল পার হতে গিয়ে ডাল ভেঙে মসজিদের ছাঁদের উপরে পড়ে যায়। এতে করে ছাঁদে পড়ে তার মাথা ফেটে যায়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশু জয়নাল কে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এতে করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়। নিহত শিশু জয়নালের এমন মর্মান্তিক অকাল মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন