প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ পত্নীতলা ও মান্দায় বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর বিভিন্ন স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে পত্নীতলা ও মান্দা উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন – পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)। স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে একটি তালগাছে গরু বাঁধা ছিল। সেই গরু আনতে গিয়ে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মনিকা খাতুন। খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। তখন দৌড়ে বাড়িতে আসার সময় পাশের একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান। এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করছিলেন নিহত শামসুল আলম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন