প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় মাদক বহন কালে স্বামী-স্ত্রীর গ্রেফতার

 মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারীর জলঢাকা থানায় ১৭ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ ও স্বামী স্ত্রী গ্রেফতার। পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভার বঙ্গবন্ধু চত্বর সামনে থেকে ১৭ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেন জলঢাকা থানা পুলিশ। আসামী ১।মোঃ হুমায়ুন (৩৮) পিতা মৃত তানজের আলী আসামী ২। মোছা-আর্নিকা আক্তার (২৫)স্বামী মোঃ হুমায়ুন পিতা মো- আমিনুল ইসলাম উভয়ের গ্রাম- কানুদাস কারী থানা- রাজাপুর জেলা-ঝালকাঠী সাং- উত্তর হাড়োয়া ৩নং ওয়ার্ড থানা ও জেলা – নীলফামারীদ্বয়ের হেফাজত হইতে ০১(একটি) সাদা রংয়ের মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ। উক্ত মাদক দ্রব্যের মূল্য অনুমান ১,৭০০০০/- ( এক লক্ষ সওোর হাজার) টাকা উদ্ধার করা হয়।ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে (ওসি) নজরুল ইসলাম মজুমদার জলঢাকা নীলফামারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন