প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বর্ষার মেঘমালা

শাহজালাল সুজন
শ্রাবণ মাসে নীল গগনে
ধরে বধূর সাজ,
মেঘমালার ওই ঘোমটা খুলে
হঠাৎ ভাঙে লাজ।

অরুণ আভা ক্ষণে ক্ষণে
হয়ে থাকে চুপ,
বিদ্যুৎ চমকায় আকাশ টুটে
দেখায় কত রূপ।

মেঘের সাথে সবুজ পাহাড়
পবন ঢেউয়ে রয়,
অভিমানের সুরে ডেকে
আলিঙ্গনে বয়।

ফুল সজ্জাতে প্রকৃতি গায়
বর্ষার প্রেমে গান,
বরফ গলে শীতলতায়
জুড়ায় উষ্ণ প্রাণ।

বর্ষার জলে গা ভিজিয়ে
শান্ত করে মন,
মেঘমালা ও প্রকৃতি আজ
কাটিয়ে দেয় ক্ষণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন