প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় নিখোঁজের ২ দিনপর ছোট যমুনা নদী থেকে স্বাধীন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে স্বাধীন নামের (৩) বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ের সেলেকালি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু স্বাধীন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির চকচৈতন‍্য গ্রামের জুয়েলের ছেলে। এর আগে স্বাধীন গত ৫ জুন দুপুর ১টায় নিখোঁজ হয় বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা বলেন, সকাল থেকেই ভেসে থাকা লাশটিকে স্থানীয়রা অনেকেই অন্য কোনো কিছু মনে করে। দুপুর ১টায় এলাকার মহিলারা নদীর পাশে গেলে ভাসমান লাশটি দেখতে পায়। মহিলাদের কথা শুনে জেলেরা সাথে সাথে নদীতে নেমে শিশুর মরদেহটি নদীর পাড়ে তুলে আনে। এরপর বদলগাছী থানা পুলিশকে বিষয়টি জানালে এস আই নিহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণমাধ‍্যম কর্মীদের দ্বারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর করলে শিশুটির পরিচয় মিলে। শিশুর পিতা জুয়েল জানান, গত বুধবার দুপুরের দিকে আমার ছেলে স্বাধীন নিখোঁজ হয়। স্বাধীনের বয়স ৩বছর ২মাস। নদীর পাশে আমার বাড়ী হওয়ায় ইসবপুর ব্রীজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি। না পেয়ে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়। হঠাৎ আজ বদলগাছী থেকে পরিচিত জনের মাধ্যমে জানতে পারি এখানে একটি বাচ্চার লাশ পাওয়া গিয়েছে এবং এসে দেখি আমার ছেলের লাশ। এ ব‍্যাপারে বদলগাছী অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত শিশুর লাশ পরিবার শনাক্ত করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন