প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন সুদর্শন চক্রবর্ত্তী 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সভা ২০২৪ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার সুদর্শন চক্রবর্ত্তী কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় স্থান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) ঢাকার কাকরাইলে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা সমাজের দর্পন বা আয়না। সাংবাদিকতা পেশা এমনিতেই চ্যালেঞ্জের। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। এমনকি বিভিন্ন প্রকার হুমকি, মামলা-হামলার শিকার হতে হয়। তবে ঝুঁকি থাকলেও এটা অত্যন্ত সম্মানজনক পেশা। এ পেশায় আসতে চাইলে একজন সাংবাদিককে বেশি বেশি লেখালেখির চর্চা করতে হবে। সাংবাদিকতা হবে নিরপেক্ষ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং এগুলো মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকদের কর্তব্য। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইন পাস করা উচিত এবং আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আইনের পাশাপাশি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর, নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলন, সহ সম্পাদক তরিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক আজগর হোসাইন, দেবনিষ্ঠা জানা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন