প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তালায় রাস্তা সংস্কার এর দাবিতে সাধারণ জনগণের মানববন্ধন

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন এর প্রধান সড়ক (মহান্দী -কাশিমনগর) এর বাজেট লুটপাট,দুর্নীতির প্রতিবাদ এবং চলাচল অনুপযোগী ঝুকিপূর্ণ রাস্তা সংস্থার এর দাবিতে মানববন্ধন করছে সাধারণ জনগন। শুক্রবার (৭জুন) বিকাল ৫টা সময় খলিলনগর ইউনিয়নের পাঁচমাথা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সাধারণ মানুষ, ভ্যানচালক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে দ্রুত ঝুকিপূর্ণ এ রাস্তা সংস্কারের দাবি জানান। প্রতিনিয়ত দুর্ঘটনা, যোগাযোগ বিঘ্ন হওয়ায় পরিবহন সুবিধা ব্যাহত হয়ে পন্য পরিবহনে বানিজ্যিক ক্ষতি, সাস্থ্যঝুকি সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তারা অতিদ্রুত এ রাস্তা সংস্কার ছাড়া বিকল্প নেই বলেন। উপজেলা প্রকৌশলী অফিসের অনিয়মের ফলে প্রকল্পে নিন্মমানের সরঞ্জাম ব্যবহার, কাজের চেয়ে বেশি বিল তুলে কাজে অবহেলা করেন বলেও বক্তারা অভিযোগ করেন।মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারেক হোসেনের সঞ্চালনায় ও কৃষকলীগের সভাপতি শহিদল গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ খলিলনগর ইউনিয়ন শাখার সভাপতি দীপায়ন মণ্ডল, চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,মাওলানা এবাদুল ইসলাম পাড়,ডাঃ আজমীর হোসেন পলাশ,খোকন গাজী, জামিরুল ইসলাম, ডাঃ দেবু,হেলাল গাজী,গফফার গাজী,শ্রীপদ রায়, গোলক রায় প্রমুখ।এছাড়া দুইশতাধিক মানুষের উপস্থিতি তে সকলে জনমনে ক্ষোভ ও অসন্তোষ তুলে ধরে এক দাবিতে সহাবস্থান প্রকাশ করেন সাধারণ জনগণের মানববন্ধন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন