মোঃ নাঈম উদ্দিন সিরাজী বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ধুলদিয়ার গ্রামের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত উপজেলা নির্বাচনে আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হয়। নির্বাচনে পরাজিত হয়ে তার ভাই বুদ্দুর পরিবারের লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি প্রধান করেন। আমার কারণে নাকি সে নির্বাচনে পরাজিত হয়েছে সেই কারণে আব্দুল আলিম বিশ লক্ষ টাকা দাবি করে এবং আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আমার ভাইয়ের কাছে যায়। এ পর্যায়ে আব্দুল আলিম বলেন যদি বিশ লক্ষ টাকা আমাকে দেয় তাহলে সমাধান হবে তাছাড়া না। এরই জের ধরিয়া গত ০২-০৬-২৪ ইং রাত্রি আট ঘটিকায় আমার চাচা আলহাজ্ব আব্দুল বারিক তার কাছে গেলে তিনি সমাধানে কথা না বলে অকথ্য গালিগালাজ করে থাকে। এ ঘটনায় ০৬-০৬-২৪ দুপুরে বুদ্দু (৪০) ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগক্তরা হলেন, ১। মো: আব্দুল আলিম (৫০) পিতা: মৃৃত পাশু সরকার ২। মো: সারোয়ার (৫৫) পিতা: মৃৃত: পাশু সরকার ৩। মোছা: রেনু খাতুন(৪৮) স্বামী : সারোয়ার ৪। মোছা: রেবা খাতুন (৪৫) স্বামী: আব্দুল আলিম ৫। মো: রকি (১৮) পিতা: আব্দুল আলিম পাচ জনের নামে বেলকুচি থানায় অভিযোগ দিয়ে আসেন। এ ঘটনায় সাক্ষী ১। মো: সামান আলী (৪৫)পিতা: মৃৃত জেলহক আলি ২।মো: আব্দুল্লাহ(৪৫)পিতা: মৃৃত আজগর আলি ৩। মো: ওয়াজেদ আলী(৫৫) পিতা: মৃৃত পাষাণ প্রাং ৪। আব্দুল মোমিন(৪৫) পিতা আ: ওয়াহাব । এ বিষয়ে এলাকার প্রধান আলহাজ্ব আ: বারিক সাহেব বলেন, আমার চাচাতো ভাইয়ের বাড়িতে আব্দুল আলিম এসেছিল। তাকে আমি বললাম বুদ্দুর সমস্যা সমাধান করো। কিন্তু তিনি বলেন আমি একটা শর্তে সমাধান করবো।সেটা হলো আমার নির্বাচনের ব্যয় হয়েছে বিশ লক্ষ টাকা সেই টাকা যদি বুদ্দু দেয় তাহলে সমাধান হবে। কারণ সে আমার বিরুদ্ধে অন্য জন্যের নির্বাচন করেছিল।এর জন্যেই আমি পরাজিত হয়েছি। তাছাড়া আমি নির্বাচনে জয় যুক্ত হতাম। এ বিষয়ে তার বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেরা এক টাও ভালো না। তাছাড়া মাঝেমধ্যে ঝগড়া বিবাদ করে কিন্তু এতো বড় ঘটনা অতীতে হয় নাই। আমার নিজেরি লজ্জা করতেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এ বিষয়ে আব্দুল আলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, জমি জমা যে যত টুকু পাবো সমান সমান ভাগ হবে এটাই নিয়ম। তিনি আরো বলেন :আমার বউ য়ের বিরুদ্ধে তার বউ কে মেম্বার পদে দাড় করে দিয়েছিল কিন্তু সফল হয়েছিল না। আর এ বিষয়ে আমার কাছে এ পর্যন্ত কোনো লোক আসে নাই।