প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

মোঃ আহসান হাবীব লালমনি প্রতিনিধি : শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে বুড়িমারীগামী আন্তনগর করতোয়া ট্রেনটি গোপালরায় এলাকা অতিক্রম করছিলো, ওই সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান,লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপাল রায় নামক স্থান অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। লালমনিরহাট রেলওয়ে থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন