প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নিখোঁজ সংবাদ

যাত্রামুরা ভূঁইয়া পরিবারের আহাজারি কমছেন।রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি এবং র‍্যাব ১১কে জানিও আজ ১৩ দিন অতিবাহিত হয়ে গেল ভুঁইয়া পরিবারের সন্তান নিখোঁজ কোন প্রকার সমাধান প্রশাসন দিতে পারছে না ।
রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার মোস্তফা ভূঁইয়ার মেঝো ছেলে মোঃ জুয়েল ভূঁইয়া (২৮) গত ২৫-৫-২০২৪ ইং তারিখে বিকাল ৩ ঘটিকায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না
ভূঁইয়া পরিবারের কান্না যেন থামছেই না হাজার হাজার শত শত মানুষ প্রতিদিন বাড়িতে ভিড় করছেন তাদের এই আহাজারি শুনে দেখতে পিতা-মাতার কল খালি করে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না স্থানীয় প্রশাসনে কোন প্রকার খোঁজ দিতে পারছে না সাথে ২ টি মোবাইল ছিল একটা iphone আরেকটা রেডমি,৩ টা মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে সাধারণ ডাইরিতে , যাহারা নং-১১২৩-২৬/০৫/২০২৪ইং
জুয়েলের পিতা-মাতার এবং পরিবারের সকলেরই দাবি আমার ছেলেকে ফিরে পেতে চাই যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে এবং তারা ফিরে পায় তাদের সন্তানকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন