প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারী প্রশিক্ষণ-প্রধানমন্ত্রীর উদ্যোগে বিদেশ ফেরত ব্যক্তিদের উদ্যোক্তা তৈরি, শেষ হলো পাঁচদিনের প্রশিক্ষণ

 মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিদেশ ফেরত ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে তৈরিতে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আজ দুপুরে নীলফামারীতে পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। ‘বিদেশ প্রত্যাগতদের শিল্প উদ্যোক্তা তৈরিতে’ এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা উপ-ব্যবস্থাপক নুরেল হক। এতে বিদেশ ফেরত ২৫জন অংশ নেন। বলা হয়, প্রশিক্ষণ নিয়ে বিদেশ ফেরত ব্যক্তিরা উদ্যোক্তা হয়ে কর্মক্ষেত্র নিজেকে তৈরি করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন