মো: মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ৫ ই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।।সকাল ৮ :০০টায় শুরু হয়ে যথারীতি বিকাল ৪ :০০টায় ভোটগ্রহণ শেষ হয়। এ আসনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চার বারের সংসদ সদস্য প্রয়াত এমপি একাব্বর হোসেনের একমাত্র পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস)প্রতীকে ৫৫,৬,৪৪ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩১৮৮৪ ভোট। বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতির সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান মোটর সাইকেল প্রতীকে ২১৬৬৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম আজাহার তালা প্রতীকে ৫৬,৬৭৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দী মো:শওকত মিয়া ৫০,০০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা শাহরীন ৫৫,৪৮৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক মাহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ফুটবল প্রতীকে ৩৯,৮৯১ভোট পেয়েছেন। টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা হাঁস প্রতীকে ১২,৩৮৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। উল্লেখ্য, মির্জাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৬২৮৫১, মোট ভোট কেন্দ্র ১৪৪,ফলাফল প্রকাশ ১৪৪ কেন্দ্রের। মোট ভোট পড়েছে ১,১৩,৬৯৯টি বাতিলকৃত ভোট ৪৫০৭টি। ভোটের হার ৩১.৩৩℅ মির্জাপুর উপজেলা সহকারী রিটারিং অফিসার শেখ নূরুল আলম কর্তৃক এই ফলাফল ঘোষণা করা হয়। ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সুখে-দুখে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই আর আমি যেন আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি, সেজন্য মির্জাপুরবাসী সকলের কাছে দোয়া চাই।