প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে পৌর মেয়রের সংবর্ধনা

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের কে রামগড় পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্প্রতিবার (০৬ জুন) সকাল ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী এসময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা । শুরুতেই রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল এর নেতৃত্বে নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস- চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আহসান নীলা কে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা, প্যানেল মেয়র নুর মোহাম্মদ শামীম, কাজী আবুল বশর, কণিকা বড়ুয়া, কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ্, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারি, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন